Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

SSC Breaking: SSC-র নিয়োগ প্রক্রিয়া শেষ করার মেয়াদ বাড়ল | Zee 24 Ghanta

PPINEWZ
Dec 18, 2025 10:17:59

SSC Breaking: Deadline Extended for SSC Recruitment Process | Zee 24 Ghanta

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Dec 18, 2025 12:20:47
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে অভিযানে নামলো পুরুলিয়া ট্রাফিক পুলিশ । বৃহষ্পতিবার সকাল থেকে পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তায় অভিযানে চালালো ট্রাফিক পুলিশের কর্মকর্তারা । ফুটপাত দখল করে বসে থাকা অস্থায়ী দোকানি এবং ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় । যত্রতত্র গাড়ি পার্কিং করে চলে যাওয়া ব্যক্তিদের জরিমানা করা হয় ।ফুটপাত দখলের ফলে নিত্যদিন যানজট সহ নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । অবৈধ ভাবে ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানপাট গুলির মালিকদের হুঁশিয়ারি ফুটপাত দখলমুক্ত করার হুশিয়ারি দেওয়া হয়। পুলিশের এই অভিযানে সাড়া দিয়ে নিজেরাই ফুটপাত দখল করলেন ব্যবসায়ী এবং দোকানিরা।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 18, 2025 12:19:39
Siliguri, West Bengal:শিলিগুড়িতে যুব সম্মেলনে ভাষণ দিলেন আরএসএস প্রধান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সরসংঘচালক ড. মোহন রাও ভাগবত আজ শিলিগুড়িতে আয়োজিত যুব সম্মেলনে ভাষণ দেন। সেবক রোডের শতাব্দী সদনে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে আরএসএসের উত্তরবঙ্গ প্রান্ত। দেশজুড়ে চলা আরএসএসের শতবর্ষ উদ্‌যাপনের অঙ্গ হিসেবেই এই সম্মেলনের আয়োজন করা হয়। উত্তরবঙ্গের আটটি জেলা থেকে বিপুল সংখ্যক যুবক-যুবতীর পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিক্কিম থেকেও অংশগ্রহণকারীরা এই সম্মেলনে যোগ দেন। গতকাল শিলিগুড়িতে পৌঁছন ড. ভাগবত। আজ সকাল প্রায় ১০টা নাগাদ তিনি সমবেত যুবসমাজের উদ্দেশে ভাষণ দেন। সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সহস্রাধিক স্বয়ংসেবক ও সংগঠকের তৎপরতায় মঞ্চ ও অনুষ্ঠানস্থল সম্পূর্ণ প্রস্তুত করা হয়। সকাল থেকেই ১৫ থেকে ৩৫ বছর বয়সী হাজার হাজার যুবক-যুযতী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে আরএসএস প্রধানের বক্তব্য শোনেন। উল্লেখ্য, এই যুব সম্মেলনটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত একাধিক কর্মসূচির অংশ। ১৯২৫ সালে বিজয়াদশমীর পবিত্র তিথিতে ড. কেশব বলিরাম হেডগেওয়ার হিন্দু সমাজকে সংগঠিত করা এবং একটি শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যে আরএসএস প্রতিষ্ঠা করেন। শতবর্ষে পদার্পণ করে সংঘ তার প্রতিষ্ঠাতার আদর্শ ও মূল্যবোধকে সামনে রেখে জাতি গঠন ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। FEED SEND BY 2C 1812ZG_SILI_RSS_MOHAN_R
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 18, 2025 12:19:21
Jhargram, West Bengal:বিদেশে থাকেন আত্মীয়। শেষ কৃত্যে আসতে পারেনি। তাই কর্মক্ষেত্রর কর্মীরাই আত্মীয়র ভূমিকায়। বিচারকের শেষ কাজ করা হলো ঝাড়গ্রামেই। শেষকৃত্যের সমস্ত ভার তুলপ নেয় ঝাড়গ্রাম জেলা কোর্ট এর বিচারক থেকে শুরু করে সমস্ত সদস্যরা। আদালতে তাকে গান স্যালুটে সম্মান জানানো হয়। হাইকোর্টের নির্দেশে সমস্ত কাজ পরিচালনা হয়।। শোকের ছায়া বিচারক থেকে আদালতের সমস্ত উকিল বাবু ও আদালতের কর্মীদের মধ্যে। ঝাড়গ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অফ জেজেবি ঝাড়গ্রাম, অলকানন্দা সরকার (৫৬) প্রয়াত হয়েছেন গত ১৬ তারিখ। আদালত চত্তরে থাকা যে আবাসনে তিনি থাকতেন সেখান থেকে তার মৃত দেহ উদ্ধার হয়। সকালে পরিচারক এসে কলিংবেল টিপলে, দরজা ধাক্কালে দরজা না খোলায় আদালত চত্তরে থাকা আবাসনে শোরগোল পড়ে। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে এর পরে ডাকা হয় দমকলকে দমকল এসে দরজা ভেঙ্গে দেখেন বাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি।দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। হাসপাতালে সূত্রে খবর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাঁসপাতালে ময়না তদন্তের পর আজ তার দেহ আনা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে সেখানে সকলের উপস্থিতে শ্রদ্ধা জ্ঞাপন করে ঝাড়গ্রাম তালতলা শমসানে শেষ কৃত্য সম্পূর্ণ করা হয়। সকল বিচারক ও আইনজিবি দের উপস্থিতিতে।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 18, 2025 12:05:29
Durgapur, West Bengal:*৫৭ বছরের ঐতিহ্যপুণ্য কল্পতরু মেলা তাহলে কি বন্ধ হতে চলেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে!! সমস্যার সমাধানের আশ্বাস মন্ত্রী থেকে কমিটির সভাপতি তথা নগর নিগমের চেয়ার পারসনের।* *বুকিং অফিস হয়েছে। কিন্তু শুরু হয়েছে বুকিং নয়। কল্পতরু মেলা কার দখলে থাকবে সেটি নিয়ে শুরু হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর টানাটানি। নজরদারি পুলিশের। তবে বিপাকে ব্যবসায়ীরা। অর্ধ শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে ধূলিসাৎ করার চেষ্টা করছে তৃণমূল কটাক্ষে বিজেপি। অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে শুনেছি দাবি মন্ত্রীর।* *এক জানুয়ারি থেকে শিল্পাঞ্চল দুর্গাপুরের গ্যামনে ব্রিজ ময়দানে শুরু হবে কল্পতরু মেলা। সম্প্রতি খুঁটি পুজো হয়েছে। পাশেই দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটি বুকিং কাউন্টার করেছে। তবে সেই বুকিং কাউন্টারে দেখা যাচ্ছে না বর্তমান কমিটির কোন সদস্যদের। সেখানে রয়েছে পুরনো কমিটির সদস্যরা। কল্পতরু মেলাকে ঘিরে চাঞ্চল্য শিল্পাঞ্চলে। বর্তমান পরিচালন সভাপতি তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, তিনি এই অবস্থা নিয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে জানালেন অভিযোগ। ৫৭ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মেলার এই অবস্থা দেখে কটাক্ষ করেছে বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, "মেলা যেদিন থেকে দুর্গাপুর নগর নিগমের হাতে গেছে সেই দিন থেকে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের একপক্ষ বলছে আমাদের কাছে বুকিং করতে হবে। আর আর অন্য পক্ষ বলছে আমাদের কাছে বুকিং করতে হবে। পুলিশের কাছে অভিযোগ জানাতে হচ্ছে চেয়ারপার্সেনকে। তৃণমূলের কি অবস্থা বুঝুন." পাল্টা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"মেলা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যদি এইরকম কিছু হয় তাহলে টেন্ডার করে দিতে। কিন্তু এখন যাতে সমস্যার সমাধান হয় সে নিয়েও ব্যবস্থা নেওয়া হবে।" সান্তনু মিশ্র নামের এক ব্যবসায়ী বলেন,"কার কাছে বুকিং করব খুঁজে পাচ্ছি না। এখন আমরা চরম বিপাকের মুখে পড়েছি। আমরা মহকুমা Shাসকের কাছে অভিযোগ জানাবো।" কবে এই মেলার কাজ শুরু হয় সেটাই এখন দেখার। এই কল্পতরু মেলাকে ঘিরে শিল্পাঞ্চলের মানুষের উম্মাদনা থাকে চরমে। দশ দিনের মেলায় প্রতিদিন মেলায় হাজার হাজার মানুষ আসে। এই মেলায় দোকান দেওয়া ব্যাবসাদারদের অভিযোগ, এই মেলাতে প্রচুর ব্যাবসা হয়। ডিসেম্বর মাসের শুরু থেকেই বাঁশ পড়ে যায়, মেলাতে দোকান বসাতে জায়গা কেনার জন্য। কিন্তু আর মাত্র ১৫ দিন বাকি, এত বড় মেলা হয়, কিন্তু এখনও কিছুই হল না。 ছবি 2C তে ফাইল নাম 1812ZG_DGP_KALPATARU_R
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 18, 2025 12:05:07
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 18, 2025 12:04:35
Dinajpur, Rangpur Division:বাংলাদেশ সীমান্তে উত্তেজনার আবহে বালুরঘাটে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ প্রদর্শনী। একদিকে যখন বাংলাদেশে ভারত-বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে লাগাতার প্রতিবাদে সরব বিভিন্ন সংগঠন, ঠিক সেই সময়ই বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালুরঘাট শহরে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে আগামী ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ অনুষ্ঠান—‘সশক্ত সেনা সমৃদ্ধ ভারত’। ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদারের উদ্যোগ ও প্রচেষ্টায় এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলার বুকে এমন বৃহৎ পরিসরের সেনা প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে। দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা আধুনিক যুদ্ধ সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন সামরিক উপকরণ সাধারণ মানুষের সামনে প্রদর্শন করবেন। সেনাবাহিনীর কার্যক্ষমতা, প্রযুক্তিগত সক্ষমতা ও আত্মরক্ষার প্রস্তুতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য বলে জানা গেছে। বিশেষ আকর্ষণ হিসেবে ২১ ডিসেম্বর (রবিবার) বালুরঘাট স্টেডিয়ামের আকাশপথে ভারতীয় বায়ুসেনার মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা দেখতে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সীমান্তবর্তী এলাকায় এই ধরনের সেনা প্রদর্শনী ঘিরে স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
0
comment0
Report
EGE GOPI
Dec 18, 2025 12:04:12
Kharagpur, West Bengal:খড়্গপুরে রেলের জায়গায় কাজে বাধা দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে কাজ চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ রেলের বিরুদ্ধে। রেলের IOW-র আধিকারিকরা গিয়ে বাধা দেন বলে অভিযোগ। পরে সেখানে ADRM-ও যায় বলে দাবি। ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি খড়্গপুর শহরের রেল এলাকা হিসেবে বলে পরিচিত, ২৭নং ওয়ার্ডের বাংলো সাইডের শিব মন্দির এলাকায়। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রোহন দাস বলেন, 'এই এলাকাটি আমাদের (তৃণমূলের) দখলে বলেই বাধা দেওয়া হচ্ছে। তবে আমরা বাধা মানিনি। কাজ চলছে। পাশের ২৬নং ওয়ার্ডটি বিজেপি-র। সেখানে রেলের তরফে কোন বাধা দেওয়া হয়নি।' এই বিষয়ে সরাসরি রেলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, IOW-র এক আধিকারিক বলেন, 'কাজে বাধা দেওয়া হয়নি। যা বলার কাউন্সিলর কে বলা হয়েছে।' অনুমতি নেওয়া নিয়েই রেল অভিযোগ করে বলে সূত্রের খবর। যদিও, তৃণমূলের কাউন্সিলরের দাবি, আগেই অনুমতি নেওয়া হয়েছে। সেই মতোই ওয়ার্ক অর্ডার হয়েছে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 18, 2025 12:03:35
Chinsurah, West Bengal:আমি কাতারে বিশ্বকাপ দেখে এসেছি।সেখানে মেসিকে সামনে থেকে খেলতে দেখেছি।তাই তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার আসাটা আমার ছিল না।বাকিদের আসাটা ভঙ্গ হলো বলে খারাপ লাগছে। সল্টলেক স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।যারা মেসিকে দেখতে এসেছিলেন তারা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আসেন তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে।তাদের sব s...for clarity remove filler text if any মেসি থাকতেন তার পাশে মুখ্যমন্ত্রী থাকতেন এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রির প্রকৃত মুখ যারা যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকতেন দেব এখানে থাকতেন।মেসি হেঁটে যেত এটাই হওয়া উচিত ছিল। শুভশ্রী কে ইনভাইট করা হয়েছে তাই তিনি সেখানে গেছেন।সে কি করবে।যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে তাই সবার দিকে অভিযোগের আঙুল উঠছে। প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়,,,, দলের নির্দেশ যেটা হবে সেটাই আমাদের পালন করতে হবে।আমাদের বিধানসভা বা লোকসভায় যে কোন সমস্যা হতে পারে সে ক্ষেত্রে দিদিকে অভিষেককে মেল পাঠানো উচিত সেটাই আমরা পাঠাবো।যেটা অভিষেক বলেছেন যে কোন সমস্যা হলে নিশ্চয়ই দেখা হবে।আমাদের সাংসদদের সবাইকেই নির্দেশ দেওয়া হয়েছে।এটা দিদির দপ্তরে এবং অভিষেকের দপ্তর থেকে আলোচনা করবেন- আমরা দলের জন্যই রয়েছি।আমাদের দলের একটা একতা আছে।সংসদরা একসঙ্গে মিলে কাজ করতে পছন্দ করি।ভুলভ্রান্তি সবার মধ্যেই হয়।কীর্তি দাও একটা ভুল করে ফেলেছেন সেটা থেকে সবাই সজাগ হয়ে গেছে।আমরা যেকোনো কারণে যদি ভুল করে থাকি সেটা কেউ জেনে করিনা। আমি রেল মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম আমার সংসদ এলাকার ধনেখালি বিধানসভায় ২-৫ বিশ্ব ইজতেমা হবে সেখানে মুসলিম সম্প্রদায় মানুষজন যাতায়াত করবেন।বাইরে থেকে যারা আসবেন তাদের সুবিধার জন্য যদি প্লেনের সংখ্যা বাড়ানো যায় সেই আবেদন করতে।কারণ এতে আমার সঙ্গে বহু মানুষ দেখা করেছেন তাবি জানিয়েছেন।দিদির সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে অভিষেকের সঙ্গে কথা হয়েছে আগামী দিনে তারা বিষয়টি দেখবেন।রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং কাজটি হবে- প্রসঙ্গ জাঙ্গীপাড়া থানার প্রাক্তন ওসি তাপসব্রতি চক্রবর্তীের বিরুদ্ধে ২০১০ সালে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে গুলি চালানোর অভিযোগ।হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। চুঁচুড়ায় নেতাজি পোর্টস এরিনায় জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা দেখতে উপস্থিত হয়েছিলেন হুগলি সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।এই প্রতিযোগিতায় বাংলা দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে।বাংলা জয়ের ব্যাপারে আশাবাদী সাংসদ।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 18, 2025 12:02:57
Siliguri, West Bengal:এক সপ্তাহ ধরে কর্ম বিরতি এবং ৪ দিন ধরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভের পরে শর্ত সাপেক্ষে খুললো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের! ছাত্রছাত্রীদের সুবিধার্থে শর্ত সাপেক্ষে সাময়িক ভাবে বিক্ষোভ তুলে নিল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা।\n\nউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন বন্ধ থাকায় ৭ দিন ধরে সমস্যা পড়ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মাইগ্রেশন সার্টিফিকেট থেকে নানান কাজে আসা পড়ুয়াদের হয়রানিতে পড়তে হতো। যার জেরে এদিন শর্ত সাপেক্ষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবন খুলে দেওয়া হয়। তবে উপাচার্য ও রেজিস্টারের রুমে তালা বন্ধ রেখেছে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। শিক্ষা কর্মীদের ৫ মাসের ডিএ সহ অন্যান্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষা কর্মীরা।বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রশাসনিক ভবন খোলা হল। তবে বন্ধ থাকবে রেজিস্ট্রার এবং উপাচার্য ঘর।\n\nএই আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। উচ্চ শিক্ষা দফতরের আশ্বাস দিয়েছে সমস্যা সমাধানের। তবে যতদিন ডিএ ও অন্যান্য দাবি পূরণ না হচ্ছে বিক্ষোভ চলবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক তন্ময় বাগচী।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 18, 2025 11:54:38
Kaji Chak, West Bengal:রাস্তার নিচ দিয়ে পাইপলাইনের বসানোর পর রাস্তা মেরামত না করায় রাস্তা ধসে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এরই প্রতিবাদে কুইকোটা কালী মন্দিরের সামনে রাস্তার অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। তাদের দাবি অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে। খবর পেয়েই এলাকায় পৌঁছায় মেদিনীপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর তথা জল দপ্তরের সিআইসি মিতালী বন্দ্যোপাধ্যায়, সিআইসি সুসময় মুখার্জি এবং পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তারা আশ্বাস দেন আজ রাত্রের মধ্যেই রাস্তা মেরামত করে দেওয়া হবে। এই আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। উল্লেখ্য, কুইকোটা থেকে সিপাইবাজার পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি চলছে আমরুত জল প্রকল্পের লাইনের কাজও। কুইকোটা কালী মন্দিরের সামনে রিজার্ভার থেকে জল আনার জন্য রাস্তার একপাশ থেকে অন্য পাশ পর্যন্ত পাইপলাইন বসানো হয়েছিল। সেই সময় কিছুটা মাটি এবং বালি দিয়ে গর্ত ভরাট করে দেয়া হয়েছিল। এই রাস্তা দিয়ে যেহেতু প্রচুর বড় এবং ছোট গাড়ি যাতায়াত করে তাই কয়েকদিন যাওয়ার পরেই সেই মাটি এবং বালি ধসে গিয়ে তৈরি হয়ে যায় বড় বড় গর্ত। এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেও একটি অটো উল্টে গিয়ে আহত হয় এক যাত্রী। এরপরেই অবরোধ শুরু করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসীরা। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেওয়া হলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন যদি না আজ রাত্রের মধ্যে রাস্তা তৈরি হয় তাহলে নতুন করে তারা আন্দোলনে নামবেন।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 18, 2025 11:53:26
Siliguri, West Bengal:*পাহাড়ে চাকরি হারিয়েছে ৩১৩ জন , শীতের মরশুমে বিক্ষোভের আঁচ পাহাড়ে* শিক্ষক নিয়োগ দূর্নীতির দায়ে চাকরি হারিয়েছে জিটিএ ( গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল এডমিনিস্ট্রেশন) এলাকার ৩১৩ জন শিক্ষক শিক্ষিকা। আর চাকরি হারাতেই বৃহস্পতিবার বিক্ষোভ আছড়ে পরল পাহাড়ে। এদিন সকাল থেকে পাহাড়ের সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভে সামিল হন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আর তাদের বিক্ষোভে সামিল হতে দেখা যায় অন্যান্য শিক্ষক ও শিক্ষা সংগঠনের সদস্যদের। এদিন সকালে প্রথমে ঘুম রেল স্টেশন থেকে একটি প্রতিবাদ মিছিল গোটা পাহাড় পরিক্রমা করে। পরে দার্জিলিং রেল স্টেশনের সামনে একটি পথসভা হয়। সেখান থেকে ফের মিছিলটি গোর্খা ভবন পর্যন্ত যায়। সেখানে আগামী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি নিয়ে বৈঠকে বসবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং সংযুক্ত মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতি। এদিকে, আদালতের এই রায়ের ফলে ঠিক বিধানসভা নির্বাচনের আগে বিপাকে পরেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও পাহাড়ের শাসকদল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। যদিও চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অনিত থাপা। কিন্তু পাহাড়ে শিক্ষক নিয়োগ দূর্নীতির দায় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপার বলে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অন্যদিকে, এই ঘটনার পর থেকে সুর চড়িয়েছে বিজেপি। এই বিষয়ে বিজেপির রাজ্য সম্পাদক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেস যেখানে থাকবে সেখানে দূর্নীতি হবেই। আর যারা অভিযুক্ত তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এর দায় নিতে হবে অনিত থাপা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা চাকরিহারাদের পাশে রয়েছি। এই পুরো পরিস্থিতি সামলানোর দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাহাড়ে যদি এর কোনও প্রভাব পড়ে, তার দায় একান্তভাবেই তাঁর। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।" পাশাপাশি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশননের মুখপত্র শক্তি প্রসাদ শর্মা বলেন , "রাজ্যের অন্যান্য জায়গার থেকে জিটিএর পরিস্থিতি সম্পুর্ন আলাদা। জিটিরতে রিকুটমেন্ট রুল নেই৷ যেখানে নিয়ম নেই সেখানে নিয়ম ভাঙার কোন প্রশ্নই উঠছে না। আমাদের বোর্ড আসবার পর এই পক্রিয়া চালু করা হয়েছিল। তার কারন শিক্ষা নৈতিক অধিকার। এই রায় নিয়ে আমরা উর্ধতন আদালতে যাব। আমরা আশাবাদী এই রায় যেটা রয়েছে সেটা বদলে যাবে৷"
0
comment0
Report
PDPradyut Das
Dec 18, 2025 11:52:57
Jalpaiguri, West Bengal:ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাস্তায় আটকে থাকা যাত্রীরা。 জলপাইগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য! ঘটনার জেরে ব্যস্ততম ৩১ নম্বর জাতীয় সড়ক এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে। তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকাজুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়。 হাই ভোল্টেজের তার আচমকা ছিঁড়ে জাতীয় সড়কের উপর পড়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে একটি লেনে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। গাড়ির লম্বা লাইন পড়ে যায়। ভোগান্তির শিকার হন ওইসব গাড়িতে থাকা যাত্রীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে সরব হন পথচলতি মানুষজন .
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 18, 2025 11:51:17
Howrah, West Bengal:নিউটাউন ঘুনি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা।বস্তিবাসীদের নিয়ে আসা হয়েছে ঘুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। জহিরা বিবি।হাবড়া থেকে এখানে আসেন বছর দুয়েক আগে।ঘুনি বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকতেন।পরিচারিকার কাজ করেন।জমানো পঞ্চাশ হাজার টাকা ছিলো।আগুনে সব পুড়ে গেছে।স্বামী অসুস্থ।দুটি সন্তান রয়েছে।তাদের পড়াশুনার সব বই খাতা পুড়ে গেছে।প্রশাসনের কাছে আবেদন তাদের পাশে থেকে সাহায্য করার।সন্তানদের বই খাতা কিনে দেওয়া হোক যাতে স্কুলে যেতে পারে।বিধায়ক তাপস চ্যাটার্জী জানান অনেকেই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখান থেকে চলে গেছে।বাকিদের স্কুলে রাখা হয়েছে।খাবার,চিকিৎসা ও কম্বল দেওয়া হয়েছে।ছোটরা যাতে স্কুলে যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।জ্যাংড়া হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন বলেন বস্তিবাসীদের সব তথ্য পুড়ে গেছে।এসআই এর নিয়ে যদি তাদের ডাকা হয় সেক্ষেত্রে যাতে সমস্যা না হয় তারজন্য নির্দিষ্টভাবে পুলিশকে ও নির্বাচন কমিশনকে জানানো হবে।বস্তিবাসীরা চাইছেন তাদের আগের জায়গাতে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হোক।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 18, 2025 11:46:21
Chinsurah, West Bengal:হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১০ সালে ১৪ ই ফেব্রুয়ারি পুলিশের গুলিতে খুন হন তৃনমূল কর্মি রবিন ঘোষ।যার এতদিন তদন্ত ভার ছিল সি আই ডি র হাতে। এবার সেই তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। ২০১০ সালের ১৪ ই ফেব্রুয়ারি ছিল প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন। নির্বাচনের সিপিএম এবং তৃণমূল সাত জন করে প্রার্থী দেয়। নির্বাচন কে কেন্দ্র করে রণক্ষেত্র চেয়ার নেয় প্রসাদ পুর এলাকা। তৃণমূলের অভিযোগ ছিল সিপিএমের নেতা কর্মীরা বোমা বন্দুক, তির ধনুক নিয়ে আক্রমন চালিয়েছিল তৃণমূল কর্মীদের উপর পুলিশের সহযোগিতায়। আরো অভিযোগ তৎকালীন জাঙ্গিপাড়া থানার ওসি তাপসব্রতি চক্রবর্তী সিপিএম কে সহযোগিতা করেছিল তৃণমূল কর্মীদের উপর আক্রমন চালাতে।সেখানেই দলীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন রবিন ঘোষ।অভিযোগ ওসি নিজে রবিন ঘোষের বুকে গুলি চালান এবং গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পাশে একটি পুকুরে ফেলে দেওয়া হয় তৃনমূল কর্মিকে।ঘটনা স্থলেই মৃত্যু হয়েছিল রবিন ঘোষের। যদিও ওই নির্বাচনে শেষ পযন্ত সাতটি আসনে তৃণমূল ই জয়লাভ করেছিল। বর্তমানে রবিন ঘোষের স্ত্রী ও আত্মীয়রা চাইছেন তৎকালীন ওসি তাপস ব্রতী চক্রবর্তীর দৃষ্টান্ত মূলক শাস্তি। সেই সময় ঘটনা স্থলে ছিলেন বর্তমান স্থানীয় কোতল পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসের মল্লিক। নিজের চোখের সামনে গুলি চালানোর ঘটনা পতক্ষ করেছিলেন তাঁরও দাবি ওসির দৃষ্টান্ত মূলক শাস্তি। তবে এতদিন সি আই ডির তদন্তে গাফিলতির প্রশ্ন এড়িয়ে যান স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান সামসের মল্লিক। স্ত্রী লতিকা ঘোষের দাবি স্বামীর খুনের ঘটনার পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্ট করে সংসার চালিয়েছে।বর্তমানে দুই ছেলে কেরলে জুয়েলারি কাজ করে,মেয়ে তার সাথেই থাকে।তিনি চান তার স্বামীর খুনি ওসি তাপসব্রতী চক্রবর্তীর শাস্তি।
0
comment0
Report
Advertisement
Back to top